সকল মেনু

ভারতে ভুল করে গ্রামবাসীর ওপর গুলি চালালো সেনারা, নিহত ১৪

হটনিউজ ডেস্ক:

ভারতের নাগাল্যান্ডে সন্ত্রাসী ভেবে নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনী। পরে ক্ষিপ্ত গ্রামবাসীরা নিরাপত্তাবাহিনীকে ঘিরে ধরলে ফের গুলি চালানো হয়। সব মিলিয়ে এ ঘটনায় ১৩ জন সাধারণ মানুষ এবং একজন সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির পাশেই মিয়ানমার সীমান্ত। এর কাছেই ওটিং গ্রামে সন্ত্রাসীদের আটকাতে অ্যামবুশ করে ভারতীয় বাহিনী। এখানে গ্রামবাসীদের বহনকারী একটি যানে প্রথমে গুলি চালানো হয়। এতে ছয় গ্রামবাসী ঘটনাস্থলেই মারা যায়, হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারায় আরও দুইজন।

এর কিছুক্ষণ পর ক্ষিপ্ত মানুষজন নিরাপত্তাবাহিনীকে ঘিরে ধরে। তখন আত্মরক্ষা করতে ফের গুলি চালানো হয়। এসময় আরও পাঁচজন মারা যায়। এছাড়া এক সেনা সদস্যও প্রাণ হারায়। মানুষজন সেনাদের তিনটি গাড়িতে আগুন দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top