সকল মেনু

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই

হটনিউজ ডেস্ক:

বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক রফিকুল শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

বাংলা একাডেমির জনসংযোগ শাখার এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসের শুরুতে শারীরিক অসুস্থতার পর গত ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপককে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা রফিকুল ইসলাম স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক লাভ করেন। তিনি ৩০টির মতো গ্রন্থ রচনা করেছেন।

রফিকুল ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্যের দায়িত্বেও ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top