সকল মেনু

কমেছে শীতকালীন সবজির দাম

হটনিউজ ডেস্ক:

দিনাজপুরের হিলিতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে অন্য সবজিরও দাম। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আর এক সপ্তাহ পর আরও দাম কমবে বলে জানিয়েছেন খুচরা-পাইকারি বিক্রেতারা।

বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি কমেছে শিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকার স্থলে ৪৫ টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে। বাঁধাকপি ৫০ টাকার স্থলে ২৫ টাকায়, বেগুন ৪০ টাকায় পরিবর্তে ৩০ টাকায়, টমেটো ১৮০ টাকার স্থলে ১২০ টাকা, মূলা ৩০ টাকার পরিবর্তে ২০ টাকা, পটল ৬০ টাকার পরিবর্তে ৪০ টাকা। তবে গাজর ও বরবটির দাম অপরিবর্তিত রয়েছে।

সবজি ক্রেতা আরমান হোসেন জানান, কয়েক দিন আগে সবজির দাম আকাশছোঁয়া ছিল। আজ বাজারে এসে দেখি দাম কমেছে তাই একটু বেশি করেই সবজি কিনলাম।

হিলি বাজারের সবজি বিক্রেতা কোরবান আলী জানান, পাইকারি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিটি সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। আর কিছুদিন গেলে আরও দাম কমবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top