সকল মেনু

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ জন আটক

হটনিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কয়েকটি দেশের ৯৫ জন ‘অবৈধ অভিবাসীকে’ আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। তাঁদের মধ্যে ৪৩ জন নারী।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ নামের পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে ১৫০ জনকে আটক করা হয়। পরে বৈধ কাগজপত্র থাকায় ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন বলেন, আটকদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। তাঁদের অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী। তাঁরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক।

দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ (১) (সি) এর অধীনে আটকদের বিষয়ে আরো তদন্ত হবে বলে জানান ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top