সকল মেনু

বিষাক্ত ফেনায় ছেয়ে গেছে ভারতের যমুনা নদী

হটনিউজ ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লি সংলগ্ন যমুনা নদী প্রতি বছরের মতো এবারও বিষাক্ত ফেনায় ঢেকে গেছে। স্থানীয় মানুষ এই বিষাক্ত পানি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন।

দূষণের কারণে যমুনায় পানি চোখে পড়ছে না, শুধু বিশাল আকারের সাদা ফেনা ভাসতে দেখা যাচ্ছে।

পরিবেশকর্মীরা জানান, যমুনার পানিতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রা অনেক বেড়ে গেছে। এছাড়া কল-কারখানার বর্জ্য পদার্থ যমুনা নদীর পানিতে অত্যধিক পরিমাণে মিশে যাওয়ার ফলেই দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। সেই কারণেই এরকম ফেনা দেখা যাচ্ছে।
নদীর পানির দূষণের মাত্রা নির্ধারণ করা হয় অ্যামোনিয়া দিয়ে। গত শনি ও রবিবার যমুনায় অ্যামোনিয়ার মাত্রা ছিল দুই দশমিক দুই পিপিএম।

হিন্দু ধর্মাবলম্বীদের ছট পূজার প্রথম দিনে যমুনার দূষিত পানিতেই পূণ্যস্নান সেরেছেন পূজারিরা। পূজারিরা যমুনা নদীর পানিকে পবিত্র মনে করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top