সকল মেনু

এক কেজি তরমুজের দাম ২৩ লাখ!

হটনিউজ ডেস্ক:

বিজ্ঞানের কল্যাণে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে প্রতিদিনই ক্রস-প্রজননের মাধ্যমে উদ্ভাবন করা হচ্ছে নতুন নতুন নতুন প্রজাতির ফল ও সবজি। নতুন উদ্ভাবিত এসব ফল বিশ্বজুড়েই নজর কাড়ছে।

তবে এই ফলের দাম শুনে আপনার চোখ কপালে উঠতেই পারে। কারণ এক কেজি ফলের দাম দিয়ে আপনি কিনতে পারবেন এক টুকরো জমি!

বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফলের তকমা পাওয়া জাপানের ইউবারি তরমুজের কথা। এই তরমুজের এক কেজির দাম বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকারও বেশি। জাপানে খুব অল্প পরিমাণে এই তরমুজ বিক্রি হয়। চাইলেই রাস্তার পাশের দোকান কিংবা রেস্টুরেন্ট থেকে এই তরমুজ কেনা যাবে না। দামি এই তরমুজের ক্রেতা জাপানের ধনী সমাজ।

এতো দাম হলেও দেশজুড়ে ধনীদের মধ্যে ইউবারি তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। এই তরমুজ জাপানের ইউবারি অঞ্চলে উৎপাদিত হয়। গ্রিন হাউসের মধ্যে সরাসরি সূর্যের আলোতে এই তরমুজ উৎপাদন করা হয়। এই তরমুজের এতো দামের পেছনের কারণটা অবশ্য ভৌগলিক। কোবি বিফের মতো এই তরমুজও একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top