সকল মেনু

সাকিবের বিশ্বকাপ শেষ

হটনিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে যান তিনি। রবিবার দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না সাকিবকে।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে চতুর্থ ওভারের পর হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। ৪ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

পরে ব্যাট হাতে নামেন ওপেনিংয়ে। কারণ পরে নামলে দৌড়ে রান নেওয়ার একটা চাপ থাকে। ওপেনিংয়ে নেমেও বেশি করতে পারেননি। ৯ রান করে ফেরেন সাজঘরে।

২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা এবং ৪ নভেম্বর দুবাইতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যেই সেমির স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গেছে টাইগারদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top