সকল মেনু

আফগানিস্তানে আইএস সন্ত্রাসীদের খোঁজে বের করা হবে: তালেবান

হটনিউজ ডেস্ক:

আফগানিস্তানে সম্প্রতি আইএসের নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় দেশটি থেকে এ জঙ্গি গোষ্ঠীকে নির্মূলের ঘোষণা দিয়েছে তালেবান।

শুক্রবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন। খবর আরব নিউজের।

জবিহউল্লাহ মুজাহিদ তালেবান মুখপাত্রের পাশাপাশি বর্তমান আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী পদেও দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) নিয়ে জবিহউল্লাহ বলেন, আফগানিস্তানে আইএসের সামান্য কিছু সন্ত্রাসী রয়েছে এবং তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

মুজাহিদ বলেন, আমেরিকা আফগানিস্তানের মাটিতে আর কোনো হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। আর এর মাধ্যমে দেশটিতে আমেরিকার ২০ বছরের সামরিক উপস্থিতির চরম অপমানজনক অবসান ঘটে।

সম্প্রতি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালালাবাদ এবং এর আগে রাজধানী কাবুলে বেশ কয়েক দফা হামলা চালায় আইএস-খোরাশান।

সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠীর স্থানীয় শাখা আইএস-কে এখন আফগানিস্তানে বেশ তৎপরতা চালাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top