সকল মেনু

শরীয়তপুরে বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষতি

হটনিউজ ডেস্ক:

শরীয়তপুরে কৃষি জমিতে বন্যার পানি প্রবেশ করায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে। এছাড়াও বন্যার পানিতে জেলার নতুন নতুন এলাকা তুলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন বন্যা কবলিত পরিবারগুলো।

শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার শতাধিক গ্রামের বাড়ি ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। জেলার নড়িয়া উপজেলা ২২টি, জাজিরা ১৯টি, ভেদরগঞ্জ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে। এছাড়াও আরও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে বন্যার পানি প্রবেশ করেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শরীয়তপুরের পদ্মার পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি প্রায় ৫০ হাজার মানুষ। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একে বারেই অপ্রতুল।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এসে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ভাঙ্গন কবলিতরা দিশেহারা হয়ে পড়েছেন। ভাঙন ঠেকাতে পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top