সকল মেনু

শুক্রবার মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

হটনিউজ ডেস্ক:

২০২২ ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে নিজ নিজ জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। আগামী বছর কাতারে হতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর। মূল পর্ব নিশ্চিত করার আগে বাছাই পর্ব খেলতে হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনাকেও। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে আলাদা ভাবে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল দুটি।

বাংলাদেশ সময় ভোর ৬ টায় ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষের মাঠ কারাকাস স্টেডিয়ামে নামবে সদ্য কোপা আমেরিকায় জয়ীরা।

বাছাই পর্বে ছয় ম্যাচ খেলে তিনটিতে জয়, তিন ম্যাচ ড্র করেছে আলবিসেস্তেরা। এ ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস তুঙ্গে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এদিকে বাংলাদেশ সময় সকাল ৭ টায় মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ চিলি। নেইমারে ভর করে এখন জয়রথ ধরে রাখার মিশন তাদের সামনে। এখন পর্যন্ত টানা ৬ ম্যাচে জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের টেবিলে সবার ওপরে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে আগামী রোববার (৫ সেপ্টেম্বর) নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। সাম্বার দেশেই বসেছিল এবারের কোপা আমেরিকা। গেল জুলাইয়ে ঘরের মাঠে ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হারতে হয় তিতের শিষ্যদের। ফলে ২৮ বছর পর প্রথম আন্তর্জাতিক শিরোপা তুললো আকাশী-সাদারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top