সকল মেনু

ঢাবির শিক্ষার্থীদের দ্রুত টিকা গ্রহণের পরামর্শ

হটনিউজ ডেস্ক:

নির্ধারিত সময়ে আবাসিক হল খুলে দেওয়ার জন্য দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে করোনা ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম সমাপ্ত না হলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যাহত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top