সকল মেনু

ঢাকা থেকে পদ্মা সেতু-শিবচর-যশোর হয়ে রেল যাবে কলকাতা

মাদারীপুর প্রতিনিধি:

পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে মাদারীপুরের শিবচর-যশোর হয়ে রেল যাবে ভারতের কলকাতা। চলবে বিভিন্ন ধরনের ট্রেন। পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ অনুষ্ঠানে এমন তথ্যই তুলে ধরেন বক্তারা।

জানা যায়, সোমবার দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী( সিএসসি) এর সহযোগিতায় বাস্তবায়নকারী বেসরকারী সংস্থা ডরপ এর আয়োজনে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ৩ শ ১৯ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৮ শত ৮২ টাকার চেক প্রদান করা হয়।

বেসরকারী সংস্থা ডরপ এর পরিচালক(পূনর্বাসন) লুৎফর কবীর চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (পুর্নবাসন) মহব্বতজান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর(সিএসসি) কর্ণেল আজম ও সিএসসি’র কনসালটেন্ট শ্যামা প্রসাদ বেপারী। এ সময় অন্যদের মধ্যে বেসরকারী সংস্থা ডরপ এর রি-সেটেলমেন্ট কো- অর্ডিনেটর এ্যাভাইজার মেজর (অবঃ) এবিএম আমিনুল ইসলাম, ডরপের পরিচালক (পূর্নবাসন) লুৎফর কবির চৌধুরী, ডিটিএল ওমর ফারুক ও ডরপের এরিয়া ম্যানেজার (মাওয়া টু ভাঙ্গা)মো. তানভির আহমেদ, ডরপের ডেপুটি ট্রেনিং কোঅর্ডিনেটর মো.অহিদুজ্জামান লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।

বেসরকারী সংস্থা ডরপ জানায়, ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত (পিবিআরএলপি ফেস ১) এর আওতায় এ পর্যন্ত সর্বমোট ৫ হাজার ২ শত ৬২ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ১ শত ২৫ কোটি ৭৩ লক্ষ ৫৮ হাজার ৮ শত ৮২ টাকা ক্ষতিপূরণ এ পর্যন্ত দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (পুর্নবাসন) মহব্বতজান চৌধুরী বলেন, পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে মাদারীপুরের শিবচর যশোর হয়ে রেল যাবে ভারতের কলকাতা। চলবে বিভিন্ন ধরনের ট্রেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top