সকল মেনু

পদ্মার পানি বিপদসীমার ওপর, ফরিদপুরে নিম্নাঞ্চল প্লাবিত

হটনিউজ ডেস্ক:

টানা বর্ষণে উজানের পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়ে ফরিদপুর অংশে বিপদসীমার ১৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড এই তথ্য নিশ্চিত করেছেন। গত দুই দিনে পদ্মার পানি বৃদ্ধি পাওয়া জেলার ৯ ইউনিয়নের হাজার হাজার পরিবার চরম ভোগান্তিতে পরেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন ৮.৬০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পদ্মা সংলগ্ন নিম্নাঞ্চল এলাকার ফসলি জমি, বাড়ি ঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। এ কারণে গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা প্লাবিত হয়েছে। আমারা এ ব্যাপারে খোঁজ খবর রাখছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top