সকল মেনু

সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

ভারতের রাজস্থানে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তোলার সময় বজ্রপাতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান রাজ্যের জয়পুরের কাছেই আমের প্যালেসের ছাদে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বজ্রপাতের সময় টাওয়ার ও দুর্গের দেয়ালে ২৭ জন ছিলেন। এছাড়া বজ্রপাত হলে ভয়ে তাদের কয়েকজন নিচে লাফিয়ে পড়ে আহত হন। রাজ্যটির মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া বজ্রপাতে রাজস্থান ও উত্তরপ্রদেশে মারা গেছে অন্তত ৩৭ জন। মৃতদের মধ্যে সাতজন শিশু বলে জানা গেছে।

অন্যদিকে উত্তরপ্রদেশের শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দু’জন কৃষক বজ্রপাতে মারা গেছেন। একটি নিমগাছের নিলে সরাসরি নিম গাছে বাজ পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর একটি গ্রামেও অমর সিং নামে এক কৃষকের মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top