সকল মেনু

প্রধানমন্ত্রীর আম উপহার পেয়ে আপ্লুত মমতা ব্যানার্জি

হটনিউজ ডেস্ক:

উপহার হিসেবে আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা ব্যানার্জি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা বলেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।’

চিঠিতে তিনি আরও লেখেন, ‘ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

এর আগে রোববার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য দুই হাজার ৬০০ কেজি (৬৫ মণ) মৌসুমি ফল আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে উপহারের আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top