সকল মেনু

ভূমিকম্পের জন্য আপনারা আতঙ্কিত হবেন না : পররাষ্ট্রমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

সিলেটে গত দুদিনে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এতে সিলেবাসীকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভূমিকম্পের জন্য আপনারা আতঙ্কিত হবেন না, সচেতনতা বজায় রাখুন।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘গতকাল সিলেটে পরপর চারটা ভূমিকম্পের কথা শুনলাম। বিকালে শুনলাম মোট ছয়টা ছোট ছোট ভূমিকম্প হয়েছে। আজকে সকালেও একটা ভূমিকম্পের খবর পেলাম, মোট সাতটা। এতে অনেকেই আতঙ্কিত। কারণ, অনেক সময় মনে হয়, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের জন্য আপনারা আতঙ্কিত হবেন না, সচেনততা বজায় রাখুন।’

তিনি বলেন, ‘যখনই এ ধরনের ভূমিকম্প হবে তখন নিরাপত্তা যেখানে আছে সেখানে যান। পুলিশের ৯৯৯ নম্বরটা মনে রাখবেন, যদি আপনার এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন।’
ভূমিকম্পে নিজ জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা আগের যুগে দৌড়ে মাঠে ছুটে যেতাম। আমরা সঙ্গে সঙ্গে খোলা আঙিনায় গিয়ে দাঁড়াইতাম, আল্লাহ আল্লাহ করতাম। সেই পুরনো নীতি আপনারা চেষ্টা করতে পারেন।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভূমিকম্প নিয়ে আলোচনা করেছেন এবং এ নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শও দিয়েছেন।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে প্রস্তুত থাকার জন্য ফায়ার ব্রিগেডার ও হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে মোমেন বলেন, ‘ফায়ার ব্রিগেডার তারা যেন যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন। আর হাসপাতাল কর্তৃপক্ষকে বলছি, আপনারা কিছু বাড়তি সিট প্রস্তুত রাখেন, যদি প্রয়োজন হয়; ফার্স্ট এইডের জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলো যেন রেডি থাকে। মোট কথা হচ্ছে, আতঙ্কিত হবেন না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top