সকল মেনু

আজ আসছে না ফাইজারের টিকা

হটনিউজ ডেস্ক:

করোনা সংক্রমণ ঠেকাতে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। যদিও টিকার প্রথম চালান কবে আসবে, তা নিয়ে কয়েক দফা অবস্থান বদল করছে স্বাস্থ্য অধিদফতর।

প্রথমে ‘আজ রবিবার রাতে’, এরপর ‘আজ নয় পরে’, তারপর আবার ‘আজই’ এবং সবশেষ ‘আজ নয়, এ টিকা কাল সোমবার রাতে আসবে’ বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ রবিবার রাতে নয়, আগামীকাল সোমবার রাতে বাংলাদেশে আসছে ফাইজারের টিকা। যদিও এর আগে দুপুরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে বলে জানিয়েছিল তারা।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সব দেশের জন্য কোভিড টিকা নিশ্চিতে জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আসা এটিই হবে প্রথম চালান। তবে এ টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিছুটা জটিলতা থাকলেও প্রয়োজনীয় সক্ষমতা আছে বাংলাদেশের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top