সকল মেনু

উত্তর প্রদেশে বিষাক্ত মদপানে ২২ জনের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা ২২ এ দাঁড়িয়েছে। শুক্র ও শনিবারে এরা মারা গেছে। এর আগে, স্থানীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়ে ছিলেন, ভিন্ন ভিন্ন গ্রামের ১৫ জন মারা গেছেন। পরে আরো সাতজন প্রাণ হারান। শনিবার (২৯ মে) এসব জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার রাতে। এদিন অনেক মানুষ স্থানীয়ভাবে তৈরি দেশি মদপান করে। এরপরেই শুরু হয় মৃত্যুর মিছিল। বলা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় জেলা হাসপাতালে ভর্তি অনেকের অবস্থাই গুরুতর।

বিষাক্ত মদপানের এ ঘটনায় তদন্ত চলছে। ইতিমধ্যে এ অঞ্চলের চারটি বিদেশি মদের দোকান সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি, সব দেশি মদের দোকান বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব বন্ধই থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top