সকল মেনু

নাঈম শেখ তৃতীয় ওয়ানডের দলে

হটনিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের প্রথম দুটি জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।

গত দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ সদস্যের সঙ্গে যোগ হয়েছেন ব্যাটসম্যান নাঈম শেখ।

গত দুই ম্যাচের জন্য ঘোষিত দলের সঙ্গে ছিল চার জন স্ট্যান্ডবাই খেলোয়াড়। সেখানে ছিলেন নাঈম শেখসহ তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

ধারণা করা হচ্ছে সিরিজের শেষ ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যাবে নাঈম শেখকে। এর কারণ অবশ্য লিটন দাসের গত দুই ম্যাচে বাজে পারফর্ম। প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে দারুণ শুরুর পরও ২৫ রান করে ফেরেন সাজঘরে।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top