সকল মেনু

রোজিনার মোবাইল ফোন যাচ্ছে ফরেন’সিকে, ফুটেজ চাইলো ডিবি

হটনিউজ ডেস্ক:

জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। শনিবার (২২ মে) ডিবি রমনা বিভাগ সূত্রে জানা গেছে, তদন্তের শুরুতেই মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই-বাছাই শুরু করা হয়েছে। তদন্তে অধিকতর তথ্যের জন্য রোজিনা ইসলামের জব্দ হওয়া ফোনগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন তদন্তকারীরা।

এ বিষয়ে ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, পুরোপুরি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করা হচ্ছে। আমরা সঠিকভাবে তদন্ত শেষ করেই আদালতে প্রতিবেদন জমা দেব। তবে, মামলার তদন্তের ওপর নির্ভর করছে আমরা কত দিনে শেষ করতে পারব।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তারা ঘটনার দিনের সচিবালয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কার্যক্রম শুরু করেছেন। এছাড়াও রোজিনা ইসলামের বিরুদ্ধে নথি চুরি ও ছবি তোলার যে অভিযোগ রয়েছে বিষয়টি সত্য কি’না তাও খতিয়ে দেখছে ডিবি। তদন্তে সব কিছু যেন পরিষ্কার ও নির্ভুলভাবে উঠে আসে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। এছাড়া প্রয়োজন হলে আসামি ছাড়া আরও লোকজনকে আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করার কথাও বলেছেন তারা।

এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের বিষয়ে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘তথ্য নেওয়ার জন্য উনি (রোজিনা ইসলাম) ঘরে ঢুকে ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন, এটাকে কী বলবেন?’

মন্ত্রী আরও বলেন, ‘তাকে (রোজিনাকে) শারীরিক নির্যাতন করা হয়েছে এ কথাটা কিন্তু সঠিক নয়। একজন অতিরিক্ত সচিব ও দুইজন উপ-সচিব পদমর্যাদার নারী ওই সময় উপস্থিত ছিলেন। তারাই প্রাথমিকভাবে রোজিনার সঙ্গে ডিল করেছেন। পরবর্তীতে যখন দেখা গেল রাষ্ট্রের সিক্রেটের বিষয় আসছে, তখন পুলিশকেও ডাকা হয়েছিল। এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা তো আপনাদের সঙ্গে কো-অপারেট করেই কাজ করছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার মতে এই ধরনের ঘটনার তো দরকার ছিল না। ওখানে এটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না বা ঢোকার কোনো প্রয়োজন ছিল না। ঘটনা এতটুকুই আমি জানি। কারণ আমি তো তখন ওইখানে উপস্থিত ছিলাম না। আমি বিভিন্ন লোকের কাছ থেকে এগুলো জেনেছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top