সকল মেনু

যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ

হটনিউজ ডেস্ক:

এবার যুক্তরাজ্যের কাছ থেকে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ সরকার। দেশে করোনার টিকার সংকট দেখা দেওয়ার পর এই আবেদন জানানো হয় বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান।

জানা গেছে, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় সংক্রমণ বেড়ে যাওয়ার অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ কারণে বাংলাদেশও আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে আইটিভির সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে। কিন্তু তাদের টিকা উৎপাদনের সক্ষমতা নেই বলে আমাদের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। তবে আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে সম্ভব। তাদের সেই সামর্থ্য আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top