সকল মেনু

ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ মাওবাদী নিহত

হটনিউজ ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের গাধচিরোলি জেলায় পুলিশের সি-৬০ কমান্ডো ও মাওবাদী গেরিলাদের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। নিহতদের সবাই মাওবাদী। শুক্রবার (২১ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের গাধচিরোলির কোটমির কাছাকাছি এক জঙ্গলে মাওবাদীরা মিটিংয়ের জন্য জড়ো হয়েছিলেন। সেখানে যায় পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় গোলাগুলি। প্রায় একঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে এ গোলাগুলি চলে। পরে ১৩ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়।

গাধচিরোলির পুলিশের ডিআইজি সন্দীপ পাটিল বলেন, মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। গত ২৯ মার্চ গাধচিরোলির মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে দুই নারীসহ পাঁচ মাওবাদী নিহত হয়।

পুলিশ তল্লাশি চালিয়ে তিনশোর বেশি কার্তুজ, ম্যাগজিন, বেশই কিছু নথি এবং বই উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি .১২-বোরের রাইফেল, একটি .৩০৩ রাইফেল, একটি ৮ মিমি রাইফেলসহ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top