সকল মেনু

সাংবাদিক রোজিনা যাতে ন্যায়বিচার পান তা দেখবো: তথ্যমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান সে বিষয়টি দেখা হবে।

বৃহস্পতিবার দুপুরে তার সরকারি বাসভবনে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, মনে রাখতে হবে কেউই ভুলের ঊর্ধ্বে নন। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। আমি আপনাদের মানুষ। আপনাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলে যা করা সম্ভব, সর্বোচ্চটা করবো। রোজিনা যাতে ন্যায় বিচার পান সে বিষয়টি আমরা দেখবো।

সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি ইমোশনালি না দেখে বাস্তবতার নিরিখে দেখার আহ্বান জানান হাছান মাহমুদ।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খানের নেতৃত্বে ডিআরইউর একটি সাংবাদিক প্রতিনিধি দল সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের বিচার দাবিতে তথ্যমন্ত্রীর সঙ্গে তার বাসায় দেখা করেন। এসময় ডিআরইউর পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ডিআরইউর যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, সদস্য রোমানা জামান প্রমুখ।

একই সময়ে সাংবাদিক রোজিনার মুক্তির বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে একটি সাংবাদিক প্রতিনিধি দল।

এছাড়া বিএসআরএফ নেতা মাসুদুল হকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস জানান, তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক রোজিনার জামিন, মামলা প্রত্যাহার, ঘটনায় জড়িতদের শাস্তি ও তদন্ত কমিটির বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি দ্রুত সহকর্মী রোজিনা আমাদের মাঝে ফিরে আসবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top