সকল মেনু

সুন্দরবনে ফের আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

হটনিউজ ডেস্ক:

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বনবিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে আগুন লেগেছে বা কী পরিমাণ গাছপালা পুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।

বনের এ কর্মকর্তা মোবাইল ফোনে জানান, দুপুরের দিকে শরণখোলার ভোলা নদীর দাসের ভারানি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। বনকর্মীরা দেখতে পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসকে জানালে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুনের ব্যাপ্তি যাতে বাড়তে না পারে সেজন্য বনকর্মীরা ফায়ার লাইন কাটার কাজ করেছেন। আগুন নিয়ন্ত্রণে এলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top