সকল মেনু

বিদেশ থেকে ফিরলেই নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

হটনিউজ ডেস্ক:

দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিদেশ থেকে এলেই যাত্রীদের সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা হোটেলে নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকেই এ নিয়ম কার্যকর হবে।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক পিসিআর টেস্টের সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। বিমানে যাত্রার ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে আরটি পিসিআর টেস্টের মাধ্যমে এ কোভিডমুক্ত সার্টিফিকেট দিতে হবে। টিকা দেওয়া থাকলেও এ নিয়ম প্রযোজ্য হবে।

যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা সব যাত্রীকে সরকার নির্ধারিত স্থানে নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে। যাদের টিকা দেয়া থাকবে তাদেরও এ নিয়ম মানতে হবে।

বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিন শেষ হওয়ার পর আরটি-পিসিআর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হলেই কোয়ারেন্টিন থেকে ছাড়া পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top