সকল মেনু

পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ জেলে নিহত

হটনিউজ ডেস্ক:

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নৌপুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ এক জেলে নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়ার (২২) বাড়ি মুন্সীগঞ্জের কালিরচর এলাকায়।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার মধ্যরাতে মোহনপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নৌপুলিশ সুপার বলেন, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় নদীতে জাটকা ধরার কারণে একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌপুলিশ। জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লগি-বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা চালায়। পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাসুদ নামে এক জেলের বাম পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top