সকল মেনু

মেয়র তাপসের বহরের সঙ্গে ফেরিতে ওঠায় মারধরের অভিযোগ

হটনিউজ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের বহরের জন্য নির্ধারিত ফেরিতে ওঠায় ব্যক্তিগত গাড়ির দুই যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার দুজন বরিশাল থেকে নিজেদের গাড়িতে ঢাকায় ফিরছিলেন। আর মেয়র তাপসের গাড়িবহর ঢাকায় ফিরছিল গোপালগঞ্জ থেকে ।

মারধরের শিকার হয়েছেন ঢাকার সুপার এক্সপার্ট কোম্পানির চেয়ারম্যান নূহ আলম রাজীব এবং একই প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদ ভূঁইয়া। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রহার করা হয়েছে বলে তারা দাবি করেন। মাদারীপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই তারা ঢাকায় ফেরেন।

নাম প্রকাশ না করার শর্তে মেয়রের বহরের এক কর্মকর্তা বলেন, ফেরিটি সিটি করপোরেশনের বহরে থাকা গাড়ির জন্য বরাদ্দ ছিল। সেখানে বাইরের দুটি গাড়ি ওঠায় বহরের দুটি গাড়ি উঠতে পারছিল না। ওই দুটি গাড়িতে যারা ছিলেন, তাদের নামার জন্য বলা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top