সকল মেনু

অন্তঃসত্ত্বা হওয়ার ‘অদ্ভুত’ দাবি, তদন্তে পুলিশ

হটনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ায় ২৫ বছরের এক নারী অন্তঃসত্ত্বা হওয়ার দাবি করার এক ঘণ্টা পরেই সন্তান প্রসব করেছেন। জানা গেছে, গত সপ্তাহেই একটি শিশুকন্যার জন্ম দিয়েছেন সিতি জাইনা নামের ওই নারী। বর্তমানে জাইনা ও তার সন্তান, দু’জনেই সম্পূর্ণ সুস্থ। খবর দ্য সানের।

গণমাধ্যমটি বলছে, দক্ষিণ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বাসিন্দা সিতি। ঘটনার সময় তিনি নিজের ঘরেই ছিলেন। এই সময় একটা হাওয়া যেন গোটা বাড়িটাকে ঘিরে ধরে। আর পনেরো মিনিটের মধ্যেই তার পেটে ব্যথা শুরু হয়। দ্রুত ব্যথাটা বাড়তে থাকে।

এতে তড়িঘড়ি এক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। শিশুটির ওজন ২.৯ কেজি। এমন অদ্ভুত উপায়ে গর্ভধারণের কথা শুনে তাজ্জব অনেকেই। এ ঘটনা শুনে স্বাভাবিকভাবেই হকচকিয়ে গিয়েছে দেশটির প্রশাসন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top