সকল মেনু

উইঘুর মুসলিমদের নিয়ে সংবাদ প্রচার, চীনে বিবিসি বন্ধ

অনলাইন ডেস্ক

চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নিয়ে সংবাদ পরিবেশন করায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীন সরকার। বেইজিংয়ের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে লন্ডন।

এক টুইট বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়ার মতো চীনের এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় চীন সরকারকে বিবিসির সম্প্রচার পুনরায় চালুর বিষয়ে ভেবে দেখার আহ্বান জানান তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যম ও ইন্টারনেটে বিশ্বে সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করে থাকে চীন। সবশেষ বিবিসির বিষয়ে বেইজিংয়ের সিদ্ধান্ত বিশ্বের চোখে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মনে করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top