সকল মেনু

৮ মাসে সর্বনিম্ন শনাক্ত, আরো ২৭ জনের মৃত্যু

সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৯৩২ জন, সুস্থ হয়েছে এক হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ১০ হাজার ৮০।

এর মধ্যে সুস্থ হয়েছে চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন, মারা গেছে সাত হাজার ৪৭৯ জন। ২৪ ঘণ্টার হিসাবে শনাক্তের হার ৭.৩৯ শতাংশ, মোট শনাক্তের হার ১৬.০২ শতাংশ। সুস্থতার হার ৮৮.৮৭ শতাংশ, মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। আট মাসে সর্বনিম্ন শনাক্ত রেকর্ড হয়েছে গতকাল। এর আগে গত ৯ এপ্রিল শনাক্তের হার ছিল ৭ শতাংশের ঘরে।

গতকাল মৃত্যুর হার আগের তুলনায় শূন্য দশমিক ০১ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ, চারজন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের দুজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন, ষাটোর্ধ্ব ১৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, খুলনা ও রংপুর বিভাগে একজন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top