সকল মেনু

সাইকেল লেন থেকে ভাসমান দোকান, গাড়ি পার্কিং উচ্ছেদ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, গাড়ি পার্কিং ইত্যাদি উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে দুটি গাড়িকে জরিমানা ও শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

আজ রবিবার বেলা এগারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ডিএনসিসির মহাখালী অঞ্চলের (অঞ্চল-৩) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউর উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ পার্কিংয়ের জন্য ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরাধে ৫ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসিসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top