সকল মেনু

আগামী বছরের শেষ নাগাদ যানজটের দৃশ্যমান উন্নতি দেখা যাবে : তাপস

হটনিউজ ডেস্ক:

ঢাকা মহানগরীর যানজট কমাতে বাস চলাচলের রুট নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার দুপুরে নগরভবনে রেশনালাইজ পদ্ধতিতে যানবাহন চলাচল নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি। মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এতে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

মেয়র তাপস জানান, ২২টি কোম্পানি শেয়ারহোল্ডারের মাধ্যমে বাস পরিচালনা করবেন ২৫০ জন মালিক। এ ছাড়া ২৯১টি রুট সমন্বয় করে মোট ৪২টি রুটের মাধ্যমে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৮ ডিসেম্বর রুট নির্দিষ্ট করার জন্য আবারও বৈঠক হবে।
‘বাসডিপো বাড়ানোর জন্য ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে স্থান নির্ধারণ শেষ করা হবে। এসব উদ্যোগের কারণে আগামী বছরের শেষ নাগাদ যানজটের দৃশ্যমান উন্নতি দেখা যাবে’, -বলেন তাপস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top