সকল মেনু

বগুড়ায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

বগুড়ায় সাবেক স্ত্রীকে হত্যা মামলার রায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বগুড়া শহরের ঠনঠনিয়া শাহপাড়ার মৃত আয়নাল হকের পুত্র রুবেল হক (২৭)। বৃহস্পতিবার বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন জানান, দণ্ডপ্রাপ্ত রুবেলের সাথে ২০১৪ সালে শহরের মালগ্রামের বিপ্লবের মেয়ে পিংকির (১৯) বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের বিরোধের এক পর্যায়ে ২০১৭ সালের ১৮ আগস্ট বিবাহ বিচ্ছেদ ঘটে। এর সাড়ে ৪ মাস পর রুবেল সাবেক স্ত্রী পিংকির বাড়িতে গিয়ে পিংকিকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় রুবেলকে আসামি করে শ্বশুর বিপ্লব বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ২ জুন আদালতে রুবেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top