সকল মেনু

পার্বত্য শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

পার্বত্য শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে কাজ করছে সরকার জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা চাই সারা বাংলাদেশকে নিয়ে একসঙ্গে উন্নয়ন করতে। আমরা সবাই মিলেই বাংলাদেশ। কাউকে বাদ দিয়ে আমরা বাংলাদেশের কথা চিন্তাও করি না। সবাই ভাই ভাই হয়ে আমরা চলতে চাই।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বান্দরবানের থানচি থানা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সীমান্ত রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য সীমান্ত সড়কের কাজ করছি। এই কাজ সম্পন্ন হলে বান্দরবানসহ পাহাড়ের উন্নয়ন বৃদ্ধি পাবে। আগামী প্রজম্ম বান্দরবানের পর্যটনের প্রতি আকৃষ্ট হবে।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে থানচি বিজিবি সদর দপ্তরে অবতরণ করলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিজিবির বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল নাহিদুল ইসলাম গাজী।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top