সকল মেনু

উপ-নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক

হটনিউজ ডেস্ক:

ঢাকা ৫ ও ১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আইনশৃংখলা বিষয়ক এ বৈঠকে পুলিশের আইজি, ‌র‌্যাব ডিজি, ডিএমপি কমিশনার গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠকে ইসির পক্ষ থেকে প্রস্তাবনায় জানানো হয়, নির্বাচনের দুদিন আগে ও ভোটের পরদিনসহ চারদিন আইশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে নির্বাচনী এলাকায়।

এছাড়া নির্বাচনের দিন মাইক্রোবাস ও মটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহনসহ সাধারণ যান চালু থাকবে। ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে না। ভোট দিয়ে কর্মস্থলে যাবেন ভোটাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top