সকল মেনু

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট শহর

হটনিউজ ডেস্ক:

সিলেট শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প গবেষণা কেন্দ্রের আবহাওয়াবিদ জাকির হোসেন জানান, ভারতের মৈরাং এলাকায় মূল কম্পন অনুভূত হয়েছে। এটি উত্তর পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের একটি এলাকা।

‘তবে ঢাকায় এর কোনো প্রভাব পড়েনি। এটি মৃদু মাত্রার কম্পন। কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাইনি।’

এর আগে ২১ জুন বিকালে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয় সিলেটে। ১২ ঘণ্টার ব্যবধানে ২২ জুন ভোরে ফের ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয় জেলাটিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top