সকল মেনু

১৮ জোড়া ট্রেন চালু আজ

হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা রেলযোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে তৃতীয় ধাপে আজ আরো ১৮ জোড়া ট্রেন চালু করা হলো দেশে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে পূর্বঘোষণা অনুযায়ী প্রায় ছয় মাস বন্ধের পর এই ট্রেনগুলো চালু হয়।

চালু হওয়া ট্রেনগুলো হলো-নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী লোকাল ট্রেন, মোহনগঞ্জ লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল লোকাল ট্রেন, উত্তরবঙ্গ মেইল, কাঞ্চন কমিউটার, দিনাজপুর কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম মেইল, রাজবাড়ী এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে আন্তনগর ট্রেন চালু করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top