সকল মেনু

১০ দিন পর সেই ৫ ভারতীয় তরুণকে ফেরত দিল চীন

হটনিউজ ডেস্ক:

ভারতের অরুণাচলের ৫ তরুণকে ফেরত দিয়েছে চীন। নিখোঁজ হওয়ার ১০ দিন পর শনিবার সকালে তাদেরকে প্রত্যর্পণ করা হয়েছে।

ভারতীয় সেনা সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা।

চীনের ভূখণ্ডেই ৫ তরুণকে হস্তান্তর করা হয়েছে। অরুণাচলের আনজ জেলার কিবিথু পোস্ট দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার কথা তাদের।

লাদাখে ভারত-চীন উত্তেজনার মধ্যেই গত ৫ সেপ্টেম্বর অরুণাচলের আপার সুবনসিরি জেলার নাচো সেক্টরে সেরা-৭ এলাকা থেকে ৫ তরুণ নিখোঁজ হন।

প্রথমে চীন জানিয়েছিল, তারা কাউকে ধরেনি। পরে চীনা ফৌজ জানায়, ভারতের ওই তরুণরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে চীনের ভূখণ্ডে চলে আসায় তাদের আটক করা হয়েছিল।

ভারতীয় সেনা ওই তরুণদের ‘শিকারি’ বলে পরিচয় দিলেও তাদের পরিবারের দাবি, ওই তরুণরা প্রত্যেকেই কুলির কাজ করেন।

স্থানীয় সূত্রমতে, সীমান্ত এলাকার অনেককেই সেনা এবং ইন্দো-তিব্বতি সীমান্ত পুলিশ (আইটিবিপি) কুলি হিসাবে কাজে নেয়। কাজ শেষ হয়ে যাওয়ার পর অনেকেই আরও উচ্চতায় শিকার বা ভেষজ সংগ্রহ করতে যান।

দীর্ঘদিন ধরে ‘গুম্বা’ নামে একটি ভেষজ ব্যবহার করেন স্থানীয়রা। সেটি বাজারে বেশ চড়া দামে বিক্রিও হয়। ধারণা করা হচ্ছে, ওই ৫ তরুণও সে ভাবেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top