সকল মেনু

সুমন-মমতা সীমান্তচুক্তি নিয়ে

suman_mamata20130824001451ডেস্ক রিপোর্ট,ঢাকা, ২৪ আগস্ট: বাংলাদেশের সাথে সীমান্তচুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অবস্থানে বিব্রত পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমন চট্টপাধ্যায়।

শুক্রবার লোকসভা প্রাঙ্গণে এ কথাই জানালেন তিনি। পাশাপাশি কড়া সমালোচনাও করলেন মমতার। এ সময় মমতাকে সুমন ‘ভিশনলেস’ বলে আখ্যায়িত করেন।
তার দল এবং নেত্রীর সমালোচনা করে সাংবাদিকদের বলেন,‘ছিটমহলের মানুষগুলো পরিচয়হীনভাবে অবর্ননীয় কষ্টের মধ্যে আছে। তা থেকে তাদের মুক্তি দেয়ার সুযোগ এসেছিলো। কিন্তু ভিশনলেস মমতা ব্যানার্জির জন্য সেটা সম্ভব হলো না।’
তিনি আরও বলেন,‘কেন কিংবা কি কারণে সীমান্তচুক্তির বিরোধিতা করা হলো তা আমি বুঝে উঠতে পারছি না। আমার দল বাংলাদেশের সাথে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুমোদনের জন্যে রাজ্য সভায় বিল উত্থাপনে বাধা দেয়ায় আমি ব্যথিত ও বিব্রত। কেন কোন যুক্তিতে এই কাজ করা হয়েছে আমার বোধগম্য নয়।’
সুমন আক্ষেপের সাথে বলেন,‘আমার ইচ্ছা করছে সংসদ থেকে পদত্যাগ করি, কিন্তু সামনের নির্বাচনের কথা ভেবে করছি না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top