সকল মেনু

আমি প্রতিবছরই ক্লাব ছাড়তে পারতাম, বেশি আয় ও করতে পারতাম : মেসি

হটনিউজ ডেস্ক:

বার্সেলোনা তার প্রাণের ক্লাব। সেই কৈশোর থেকে শুরু। তারপর এখানেই বড় হয়েছেন তিনি। এখান থেকেই হয়ে উঠেছেন বিশ্ব তারকা। বার্সেলোনার প্রতি তাই মেসির ভালোবাসা অন্যরকমের। একেবারের আত্মার সম্পর্ক। কিন্তু ক্লাবের বর্তমান কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। দশ দিনের নাটক শেষে মেসি আরও এক মৌসুম বার্সায় থেকে যাওয়ার কথা দিয়েছেন। পাশাপাশি যারা তাকে ‘টাকার কাঙাল’ বলছেন, তাদেরকেও জবাব দিয়েছেন মেসি।

অনেকেই বলছেন, মেসি বেতন বাড়ানোর জন্য নতুন নাটক ফেঁদেছেন। এ ব্যাপারে গোল ডটকম’কে দেওয়া সাক্ষাতকারে মেসি বলেন, ‘আমি ক্লাব ত্যাগ করার অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু আমার কাছে ক্লাব ছিল সবার আগে। আমি প্রতিবছরই ক্লাব ছাড়তে পারতাম এবং বার্সেলোনার থেকেও বেশি আয় করতে পারতাম। কিন্তু আমি সবসময়ই বলে এসেছি বার্সেলোনাই আমার বাড়ি। এখন পর্যন্ত আমি একইরকম অনুভব করি।’

বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে মেসি যে ক্লাব ছাড়ছিলেন, তা সবাই জানে। গোল ডটকম থেকে ক্লাব ছাড়ার কারণ জিজ্ঞেস করা হলে মেসি বলেন, ‘এখান (বার্সা) থেকে অন্য কোনো ক্লাবে গেলে বেশি ভালো হবে তা চিন্তা করা কঠিন। কিন্তু তারপরও আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সবকিছু ঠিকঠাক চলছিল না। তাই আমার মনে হয়েছে একটা পরিবর্তন দরকার, একটা নতুন লক্ষ্য ঠিক করা দরকার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top