সকল মেনু

১০ মিলিয়ন বছর আগের গাছের জীবাশ্ম উদ্ধার!

হটনিউজ ডেস্ক:

গবেষকরা কাজ করছিলেন পেরুর সেন্ট্রাল অ্যান্ডিয়ান মালভূমিতে। সেখানে ১০ মিলিয়ন বছর আগের গাছের জীবাশ্ম মাটিচাপা পড়ে ছিল। বিশেষজ্ঞরা বলছেন, প্রাচীন জলবায়ু সম্পর্কে আমরা যা জানি, সেই চিন্তা নতুন করে ঢেলে সাজানো যাবে উদ্ধার করা জীবাশ্ম বিশ্লেষণ করে।

জীবাশ্ম বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, আগে যেভাবে ধারণা করা হচ্ছিল, তার চেয়ে অনেক বেশি আদ্র ছিল দক্ষিণ আমেরিকার জলবায়ু।

গবেষকরা বলছেন, এই গাছ বিশ্লেষণ করে দেখা হবে, আমাদের এই পৃথিবীতে কিভাবে জলবায়ু পরিবর্তন হয়েছে। অতীতের চেয়ে এখন জলবায়ু কতটা বদলে গেছে, সেটাও দেখা হবে।

গবেষকরা মনে করেন, ভবিষ্যতে জলবায়ু কেমন হতে পারে, সে ব্যাপারেও অনুমান করা সম্ভব হবে জীবাশ্মটি বিশ্লেষণের মাধ্যমে।

সেখানে বিশালাকার ওই জীবাশ্ম ছাড়াও শতাধিক জীবাশ্ম কাঠ, পাতা ও পরাগায়নের নমুনা পাওয়া গেছে। গাছটি জীবিত থাকা অবস্থায় জলবায়ু ব্যাপক আদ্র ছিল।

সূত্র : সায়েন্স অ্যালার্ট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top