সকল মেনু

অস্ত্র মামলায় সাহেদের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১০ সেপ্টেম্বর

হটনিউজ ডেস্ক:

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্যে দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আসামি সাহেদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে এই আদেশ দেন।

এ সময় তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে সাহেদকে আদালতে হাজির করে পুলিশ। তারপর অভিযোগ গঠন শুনানিতে আসামি পক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top