সকল মেনু

মার্কিন পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রেশ কাটার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার লুইজিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশের দাবি, ছুরি হাতে ওই ব্যক্তি দোকানে প্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হয়। খবর আলজাজিরার।

মানবাধিকারকর্মীরা ওই ভিডিও দেখার পর পুলিশের বিচার চেয়েছেন। তাঁরা বলছেন, জর্জ ফ্লয়েডের মতো এবারও ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

পুলিশ বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার রাত ৮টার দিকে জরুরি নম্বরে ফোনে সাহায্য চাওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছুরি হাতে এক ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে অন্য একটি দোকানে ঢোকার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।’

পরে পুলিশ লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম ট্রেফোর্ড পেলারিন (৩১)।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এ ঘটনার প্রতিবাদ করে বলেছে, ‘আবার একটি ভয়ংকর ফুটেজ সামনে এলো। সবার চোখের সামনে ফের মেরে ফেলা হলো আরেক কৃষ্ণাঙ্গকে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top