সকল মেনু

তুরস্কে চাঁদের আদলে তৈরি মসজিদ উদ্বোধন

হটনিউজ ডেস্ক:

তুরস্কের সেন্ট্রাল সিভাস প্রদেশের অর্ধচন্দ্র ও তারার আদলে তৈরি নয়নাভিরাম একটি মসজিদ উদ্বোধন হয়েছে।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) মসজিদটি মুসল্লিদের জন্য উম্মুক্ত করা হয়। চাঁদ-তারকার নমুনায় তৈরি মসজিদ হিসেবে এটিই তুরস্কে প্রথম।

দেশটির সেন্ট্রাল সিভাস প্রদেশে মসজিদটির নাম ইয়ুকারে তেখে আয়ে ইলদেজ। মসজিদের ভেতরে সাড়ে তিন হাজার এবং মসজিদ প্রাঙ্গণে চার হাজার ৯ শ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবে।

২০১৭ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। ব্যতিক্রমধর্মী ইয়ুকারে তেখে আয়ে ইলদেজ মসজিদের অলংকরণের কাজ করেছে একদল নারী—যারা সিভাসের একটি পাবলিক কোর্সে অংশ নিয়েছিল। আরবি ভাষাবিজ্ঞানের অন্যতম সৌন্দর্য আলিফ’ এবং ‘ওয়াও’ দুটি বর্ণের প্রতিকৃতি দিয়ে এর সাজসজ্জা সম্পন্ন হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top