সকল মেনু

সদরপুরে বাণভাসী পরিবার গুলোর দুর্ভোগের সীমা নেই

সদরপুর প্রতিনিধি:

করোনা মহামারির কিছুটা কম হলেও সারাদেশে বিরাজ করছে ঈদের আমেজ। কিন্তু এ আমেজ পুরোপুরি উধাও বন্যাকবলিত ফরিদপুরের সদরপুর উপজেলার বাণভাসীস পরিবার গুলো।

তিন দফা বন্যায় প্রায় সাড়ে ১২ হাজার পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্থ প্রায় ৪৬ হাজার মানুষ।

এক মাসেরও অধিক সময় এসব মানুষ বানের পানিতে ভাসছে। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে।

এ অবস্থায় বানভাসিদের ঈদের আনন্দ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পানিতে ভাসা বেশিরভাগ মানুষের সাধ্য হয়নি এবারে ঈদে পশু কোরবানি দেওয়ার। বানভাসিদের মতে, যেখানে জীবনই বাঁচে না, সেখানে কিসের ঈদ।

ঈদ উপলক্ষে ভিজিএফসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ত্রাণ দিয়ে বন্যা ও ভাঙন কবলিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top