সকল মেনু

সাংবাদিকের প্রশ্নের জবাব না দিয়েই স্থান ত্যাগ করেন ট্রাম্প

হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের তাণ্ডবে যুক্তরাষ্ট্র প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে মহামারির শুরু থেকেই নানা কারণে আলোচিত-সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সিএনএন-এর সাংবাদিকের প্রশ্নের জবাব না দিয়েই হোয়াইট হাউসে করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিং শেষ করলেন তিনি। এমনকি ওই সাংবাদিকের প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে তাৎক্ষণিকভাবে হাঁটা দেন তিনি।

জানা গেছে, করোনা রোগীদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে ট্রাম্পের করা টুইটের ব্যাপারে জানতে চেয়েছিলেন সাংবাদিক কাইলান কলিন্স।
নিজের করা টুইটে ট্রাম্প দাবি করেছেন, হাইড্রক্সিক্লোরোকুইন এখনো অনেক ইতিবাচক। সে ব্যাপারে প্রশ্ন করতেই ব্রিফিং সমাপ্ত না করেই স্থান ত্যাগ করেন ট্রাম্প।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top