সকল মেনু

রাজবাড়ীতে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত

হটনিউজ ডেস্ক:

রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাস রোগীর সংখ্যা। রাজবাড়ী জেলায় আজ নতুন করে আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭ জনে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার মোট ৬৩ জনের করোনা পরীক্ষার নমুনা ঢাকায় পাঠানো হয়ে ছিলো। এর মধ্যে মোট ৩০ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, রাজবাড়ী পৌর এলাকায় আক্রান্তের হার আশঙ্কাজনক হওয়ায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বাহিনীর যৌথ উদ্যোগে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা, বেড়াডাংগা, দক্ষিণ ভবানীপুর ও বিসিক এলাকায় করোনা পজিটিভ তালিকা মোতাবেক সাতজন রোগীর বাড়ি লকডাউন ঘোষণা করেছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত ৭৫৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৩৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৫ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top