সকল মেনু

চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

চট্টগ্রাম মা-শিশু জেনারেল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. সুলতানা লতিফা জামান আইরিন (৩৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনা আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রামের এগারোতম চিকিৎসক। এর আগে চট্টগ্রামে আরও দশজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

ডা. আইরিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী। তাদের একটি তিন বছর বয়সী কন্যা সন্তান আছে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন। শিক্ষাজীবন শেষ করে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন।

চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘চমেক হাসপাতালে ভর্তির পর থেকে তাকে আইসিইউতে রাখা হয়। তবে তার অবস্থা খারাপ থাকায় তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। করোনায় আক্রান্ত হওয়ায় তার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top