সকল মেনু

করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল ব্রাজিলে

হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাসে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যাও ১৮ লাখের বেশি।

স্থানীয় সময় শুক্রবার ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৭০ হাজার ৪০০ জন।

বেড়েছে আক্রান্তের সংখ্যাও। চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ৪৫ হাজার নাম। তাতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্ত এখন ১৮ লাখের বেশি।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। ব্রাজিলে মৃত্যুর সংখ্যা গত ৩৫ দিনে দ্বিগুণ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top