সকল মেনু

৫ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা

হটনিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫১২ জন করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৫২ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৬৫২ জনের। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৭৮৩ জন। তবে সুস্থ হয়েছে ৬৮ লাখ ৪৪ হাজার ৯৭৩ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ১ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৮৬৮ জনের। আর আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৬৫৫ জন।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা দেশটিতে নতুন করে মারা গেছে ৯৯৩ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৭২ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top